ইতালিতে ভারী তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

 

জাকির হোসেন সুমন : শীত মৌসুম শুরু হবার পর ইতালিতে এই প্রথম ভারী তুষারপাত দেখলো ইতালির বেশ কয়েকটি শহরের বাসিন্দারা । বেশ কয়েকদিন আগে হালকা তুষারপাত দেখলেও মঙ্গলবারের তুষারপাতে জনজীবনে বিপর্যয় নেমে আসে। কর্মজীবী মানুষগুলো ভোরে ঘরহতে বের হয়ে অনেকেই কর্মস্থলে যেতে পারেনি অনেকে গাড়ি নিয়ে বের হলেও রাস্তায় তুষার জনে থাকায় বাসায় ফিরতে বাধ্য হয়। ইতালির ত্রেভিজো ও ভেনিস সহ বেশ কয়েকটি শহরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে । অনেকেই আবার তুষারপাতে আনন্দে মেতে উঠে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা একে অপরকে তুষার ছুরে আনন্দ করতে দেখা গিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ত্রেভিজো শহরের তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস চলছিলো। ভেনিসের কমিউনিটি নেতা ভেনিস সহ ইতালিতে বসবসরত সকল বাংলাদেশীদের সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করেছেন । একদিকে করোনা ভাইরাস মহামারি , অপরদিকে বৈরী আবহাওয়া থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার অনুরোধ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title