১০ জানুয়ারি লক্ষ লক্ষ লোকের সমাবেশ চাই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন,  ১০ জানুয়ারি লক্ষ লক্ষ লোকের সমাবেশ চাই। কোন ব্যানার টেনার কেউ আনবেন না। উপরে ঝুলানো ব্যানার আসবে না সব হাতে ঝুলানো ব্যানার যদি আসতে হয়। কোন গ্রুপ-ফুরুপ নাই। যারা খেলতে চায় তারা যাতে বুঝে নারায়ণগঞ্জে খেলোয়াড়রা প্রস্তুত হয়ে গেছে। খেলা আরেকবার হবে। আমাদের পূর্ব পুরুষরা খেলেছে আর আমরাও জানি কিভাবে খেলতে হয়।

রবিবার বিকেলে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক ফতুল্লা থানা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।

এসময় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শওকত আলী’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী ।

শামীম ওসমান বলেন বলেন, আমরাতো মরেই গেছি। আমি চন্দন আমরাতো নাই। আজকে অনেক কথা বলা হয়। নিয়াজুলের সমন্ধে কথা বলা হয়। কে এই নিয়াজুল? এরা কারা? এরাতো আমারই হাত দিয়ে তৈরি হয়েছিল। এই কারণে এই নিয়াজুল, মাকসুদ আজকে নাই। এই নিয়াজুলকে ৯৫ সালের শেষ দিকে আমাদের অক্টো অফিসের সামনে বিএনপি সন্ত্রাসীরা একটা-দুইটা না, ৭টা গুলি করেছিলো তার বুকে। তার বডি ফেলে রাখা হয়েছিল। ইসদাইরের ছেলেরা উদ্ধার করেছিল। জেলখানা থেকে রিমান্ডের নামে বের করে নিয়ে গুলি করে মারলো যারা, তারাই সেই দিন নিয়াজুলের উপর হামলা দিয়েছে। তাদেরকে আজকে অনেকই বলে সন্ত্রাস আর গুন্ডা। কেউ বরিশাল পাঠাতে চায়। কেউ আইসিটি আইনে মামলা করতে চায়। স্বাধীনতার আগে কে কি ছিলেন আর কই থেকে কি করছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title