মুজিব বর্ষের অঙ্গিকার ফরিদপুরে গড়ে উঠছে “স্বপ্ননীড়”  

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুরের শহরতলীর পাশেই ঈশানগোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম। আর এই গ্রামেই তৈরি হচ্ছে সারি সারি লাল টিনের ছাওনিতে গড়া এক তলা সেমি পাকা ঘর। অসহায়, ঘর ও জমিহীন মানুষের জন্যই সরকারের মুজিব বর্ষের অঙ্গিকার এর বাস্তব রুপায়নে এখানেই গড়ে উঠেছে স্বপের রংয়ে আকাঁ ঘর গুলি। শুধু বিষ্ণুপুর গ্রামেই নয় জেলার প্রত্যেকটি উপজেলার সরকারের খাস জমিতে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনায় গড়ে উঠছে এমনি ভাবে ১৪ শত ৭০টি বসতঘর।

এই সব ঘর গুলি একজন ঘর ও ভূমিহীন মানুষের জন্য যেন একেকটি স্বপ্ননীড়। আর কদিন পরেই তাদের কোলাহলে মুখরিত থাকবে এই সব স্বপ্ন পাড়া গুলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় ফরিদপুরেও ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের জন্য নির্মিত হচ্ছে ১৪ শত ৭০টি বসতঘর। আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই এই কাজ সম্পন্ন করার জন্য লক্ষ্য জেলাব্যাপী শুরু হয়েছে এই মহাকর্মযজ্ঞ।

জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে নয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নিবিড় তদারকিতে গড়ে উঠছে আশ্রয়হীন মানুষের স্বপ্নের ঠিকানা ‘স্বপ্ননীড়’। মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর করতে সবমিলিয়ে খরচ হচ্ছে প্রায় ২৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭৫ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে সাড়া দিয়ে জেলার প্রতিটি ভূমিহীন ও ঘরহীন পরিবারের জন্য থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ঘর। প্রতিটি পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি. পাকা ঘর নির্মান কাজ চলছে।

ফরিদপুর সদর উপজেলায় ২৯২ টি ঘর, আলফাডাঙ্গা উপজেলায় ২২০ টি ঘর, বোয়ালমারী উপজেলায় ৯২ টি ঘর, মধুখালী উপজেলায় ১৪৮ টি ঘর, নগরকান্দা উপজেলায় ১০৫ টি ঘর, সালথা উপজেলায় ৩৫ টি ঘর, ভাঙ্গা উপজেলায় ২৫০ টি ঘর, সদরপুর উপজেলায় ১৭৮ টি ঘর, চরভদ্রাসন উপজেলায় ১৫০ টি ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। শুধু ঘর নয়, ঘরের সাথে সাথে প্রতি পরিবারকে দেয়া হচ্ছে ২ শতাংশ করে জমি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নিবিড় তত্ত্বাবধানে গড়ে উঠছে আশ্রয়হীন মানুষের এসব স্বপ্নের ঠিকানা ‘স্বপ্ন নীড়’। স্থানীয় সংসদ সদস্যগণসহ উপজেলা ও ইউপি চেয়ারম্যানগণও এগিয়ে এসেছেন এই কর্মযজ্ঞে। সরোজমিনে কাজের অগ্রগতি তদারকি করছেন জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসকগণও।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহার স্বরূপ এসকল আশ্রয়স্থল করে দিচ্ছেন। এই কাজ বাস্তবায়নে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সকাল হতে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title