কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্র্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, উপজেলা আওয়ামীলীগ, সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাবহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুল হক, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইস এম আবু বক্কর চৌধুরী, সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সিজু, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা মহিলা যুবলীগের আহাবায়ক পিয়ারা বেগম শান্তা প্রমুখ।

অপরদিকে জাংগালিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, সদস্য আব্দুল জলিল শেখ, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান দুলাল বেপারী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড,স,ম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title