আজ ১৬ ডিসেম্বর, ৫০তম বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। ৫০তম বিজয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেওয়া শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ বিস্তারিত কর্মসূচির সঙ্গে দিনটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেনদিবসটি উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশিরা দেশে ও বিদেশে দিবসটি পালন করছে।

Leave A Reply

Your email address will not be published.

Title