নিউজ ডেস্ক: ব্রিটেনে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। এর আগে বুধবার ফাইজারের টিকা অনুমোদন দেয় দেশটি। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা এই টিকা পাবেন। বিবিসি।
ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, ঝুঁকিপূর্ণ এসব ব্যক্তিদের টিকা দেয়ার এ দায়িত্ব পালন করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সকাল থেকে টিকাদান শুরু করবেন।
দেশটিতে প্রায় ৭০টি হাসপাতালকে টিকা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়নি দেশটিতে। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের। ৮ লাখ টিকা দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। মোট ৪ কোটি টিকার অর্ডার দেওয়া হয়েছে। যা ২ কোটি মানুষের দুই ডোজ করে প্রদান করার জন্য যথেষ্ট।
যুক্তরাজ্য অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী ১১ ডিসেম্বর এ টিকা প্রয়োগের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। জার্মানিতেও এ মাসে প্রয়োগের কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে ফা্কইজারের এ টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছে স্পেন। এ কারণে প্রথম দেশ হিসেবে টিকাটির প্রয়োগ করতে যাওয়ায় আজ যুক্তরাজ্যের ওপর সারাবিশ্বের চোখ।
উল্লেখ্য, ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।