সালেহীন সোয়াদ সাম্মী ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে ২০১৯-২০ অর্থ বছরের “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাসের সঞ্চালনায় হেলথ্ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোরশেদা আক্তার মিনা ও মধুখালী সদর হাসপাতালের সহকারী সার্জন ডাঃ এসএম ফারহান তানভীর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান, তথ্য সেবা কর্মকর্তা সানজিদা আফরিনসহ প্রমুখ। হেলথ্ ক্যাম্প পরিচালনা করেন ডাঃ এসএম ফারহান তানভীর ও ডাঃ শাবরিনা সুলতানা সিগ্ধা ।