মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোঃ জুয়েল আকন-(৩৭) নামের এক যুবককে কুঁপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন আহত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভূক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত আসামী বজলু চৌকিদারকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে আসামীদের দৃষ্টান্তমূলক সাস্তীর দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার সিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের মালেক আকনের ছেলে জুয়েল আকন বাঁশগাড়ী এলাকার কাঁচিকাটা জমাদ্দারকান্দি গ্রামের রবিউল আকনের মেয়ে সাবিনা বেগমকে বিয়ে করেন। এ সুবাদে জুয়েল আকনের স্ত্রীর বোনজামাই (ভায়রা) বাঁশগাড়ি এলাকার জায়গির গ্রামের আলীবক্স চৌকিদারের ছেলে বজলু চৌকিদারকে ১০’হাজার টাকা ধার দেন। সেই পাওনা টাকা গত মঙ্গলবার দিবাগত রাতে শশুরবাড়িতে বসে ফেরত চান যুবক জুয়েল আকন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল আকনকে তার স্ত্রী সাবিনা বেগমের সহযোগীতায় বজলু চৌকিদার ধানালো ছুরিদিয়ে কুঁপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন আহত জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভূক্তভোগীর ভাই সিরাজ আকন বাদী হয়ে বুধবার বিকেলে বজলু চৌকিদার ও তার ভাবী সাবিনাকে আসামী করে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত আসামী বজলু চৌকিদারকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এদিকে আসামীদের দৃষ্টান্তমূলক সাস্তীর দাবীতে জুয়েল আকনের নিজ বাড়িতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, ফরহাদ হোসেন, চম্পা রানী, শামীম, আবু তালেব, ও সিকিমালী আকনসহ স্থানীয় ৪০/৫০জন।
মামলার বাদী মোঃ সিরাজ আকন বলেন, আমার ভাই জুয়েল আকনকে হত্যার চেষ্টা করেছে তার ভায়রা বজলু ও তার স্ত্রী সাবিনা। তাই আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।
বিক্ষোভকারী ফরহাদ হোসেন বলেন, আমরা হত্যা চেষ্টা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক সাস্তী দাবী করি।
এ ব্যাপারে কালকিনি থানা ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, জুয়েল হত্যা চেষ্টার মামলার আসামী মোঃ বজলু চৌকিদারকে গ্রেফতার করা হয়েছে।