চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার
ঝালকাঠি সদর পুলিশ ফাড়ির সামনে চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ২৫ নভেম্বর দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে রাখা জাতীয় পরিচয়পত্রের নতুন ফটোকপি পাওয়া গেছে। সেখানে ওই নারীর পরিচয়পত্রের সূত্র ধরে নিশ্চিত হওয়া গেছে ঐ নারী সদরের উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে শাহানাজ আক্তার। স্থানীয় নেছারাবাদ মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন মাওলানা আঃ আহাদের স্ত্রী।
স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে একটি শব্দ হয় ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দটি শুনতে পেয়ে কিছুক্ষণ পরে ছাদে গিয়ে মধ্যবয়সী এক নারীর লাশ দেখতে পান তারা। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।