মুন্সীগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরিক্ষার গ্রহণের দাবিতে মানববন্ধন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা মহামিরর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত স্নাতক ২০১৫-১৬সেশনের ৪র্থ বর্ষের পরিক্ষা গ্রহন ও এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পরিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক পরিক্ষার্থী। মানববন্ধকারীর বলেন, পরিক্ষা স্থগিতের দীর্ঘ ৮মাস পেরিয়ে গেলও পরিক্ষার নেওয়া কিংবা ব্যবস্থাগ্রহণ করা হয়ানি এখনো। এতে স্নাতক কোর্স অসম্পূর্ন রয়েছে প্রায় আড়াই লক্ষ পরিক্ষার্থীর। স্নাতক সম্পূর্ন না করায় চলমান বিভিন্ন চাকারিতে নিয়োগের আবেদন তথা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। এছাড়া দীর্ঘ সেশন জোটে পরতে হচ্ছে তাদের। স্বাস্থ্যবিধি মেনে বাকি থাকা পরিক্ষা দ্রুত গ্রহণ অথবা অনুষ্ঠিত পরিক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশের দাবী জানান তারা। একই সাথে আগামী ১৫দিনের মধ্যে এবিষয়ে শিক্ষামন্ত্রনালয়রর প্রেসব্রিফিংয়ে চূরান্ত সিদ্ধান্ত প্রকাশ দাবি জানান তারা। এরআগে শিক্ষার্থীরা স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

Leave A Reply

Your email address will not be published.

Title