ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর চারঘাট পৌরসভা এলাকায় শত বছরের একটি গাছ পড়ে বাইপাস মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে অছে। চারঘাট পৌরসভা ও ফায়ার সার্ভিস এর সম্মিলিত প্রচেষ্ঠা অব্যহত আছে। তবে সড়ক ও জনপদ এবং বন বিভাগ সহযোগিতার কোন বহিঃপ্রকাশ করেনি।
বুধবার দুপুরে হঠাৎ করেই ১শত বছরের বেশি পুরাতন একটি গাছ পড়ে রাজশাহীর চারঘাট বাইপাস মহাসড়কের সাথে সকল জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। অনুমান দুপুর ২.৩০টা থেকে এই সংবাদ প্রেরণের পূর্ব মহুর্ত পর্যন্ত স্থানীয়ভাবে সড়ক সচল করার প্রয়াশ চলছিল।
চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম (বিকুল) বলেন, এই ঘটনার শুনার পর থেকেই তিনি সার্বিক সহযোগিতায় ততপর আছেন। পৌরসভার সার্বিক নিমার্ণ উন্নয়নের কাজ চলমান করছিলেন শ্রমিকরা। ঠিক ওই সময় শত বছরের পুরাতন গাছটি ধিরে ধিরে ঢলে পড়ে। তবে এই গাছের পড়ে যাওয়ার ফলে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুপুর থেকেই একই ধারায় সড়ক সচল করার কাজ চলমান আছে। কিন্ত সংশ্লিষ্ট দপ্তরের অত্যাধনিক যন্ত্রাংশ না থাকায় কাজের বিলম্ব হচ্ছে। কিন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোন কর্মকতা ও কর্মচারী কেউ ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতার কোন ভুমিকা দেখায়নি।