তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকে। সে এসি মেকানিকের কাজ করতো।
নিহত ওই যুবকের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইল গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।
নিহতের ভগ্নিপতি স্বপন মিয়া জানান, গত দুইদিন যাবত শ্যালকসহ তিনি ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় থেকে এসির কাজ করে আসছিল।
মঙ্গলবার বিকেল ২টার দিকে ভবনের বাহিরে ওই ব্যাংকের এসি স্থাপনের কাজ করার সময় ১১ হাজার কেবি ভোল্ডের তারের সাথে জড়িয়ে যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি পুলিশে খবর দিলে থানার উপ—পরিদর্শক মো. নেছার উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহতের প্রাথমিক সুরত হাল রিপোর্ট তৈরী করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় নিহতের লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপর দিকে সোমবার রাতে কালীগঞ্জ থানা সংলগ্ন জসিম চৌধুরীর নির্মানাধীন ভবনের আর সিসি ঢালাইয়ের কাজ করতে গিয়ে কংক্রিট ব্রেকার মেসিনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ইমন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। সে পৌরসভার ৪নং ওয়ার্ড মুনসেফপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।