নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে ভাঙচুর

রোহিঙ্গা যাচাই করতে চাওয়ায় পাসপোর্ট অভিসে ভাংচুর চালিয়েছেন এক কানাডান প্রবাসী। পাসপোর্ট অফিসারদের দাবী, ব্যাংক রশিদ, কাগজপত্র সত্যায়িত ছিল না, সমস্যা ছিল স্ত্রী ও বাচ্চার কাগজপত্রে। তাই যাচাই চেয়েছেন রোহিঙ্গা কিনা ।
রোববার সকালে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা। ভাংচুরের অভিযোগে ওই কানাডা প্রবাসীকে আটক করা হয়েছে।
জানাগেছে, কানাডা প্রবাসী নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ার বীরমুক্তিযোদ্ধা খাজা হোসেনের ছেলে আজমল হোসেন।
আহত অফিস সহকারী মহসিন ইসলাম জানান, কানাডা প্রবাসী আজমল হোসেন পাসপোর্টের কাগজপত্র জমা দেন। কিন্তু টাকা জমা দেয়ার ব্যাংক রশিদ, কাগজপত্র সত্যায়িত ছিল না। স্ত্রী ও বাচ্চার কাগজের সমস্যা ছিল। এক-দুই কথার মধ্যেই তিনি রোহিঙ্গা কিনা তা যাচাই করার জন্য তাকে রোহিঙ্গা যাচাইয়ের জন্য ফিঙ্গার প্রিন্টের জায়গা নিতে চাইলে তিনি রেগে যান। এবং আমাকে হুমকি ধামকি দেন। এক পর্যায়ে গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলেন। এসময় পাসপোর্ট অফিসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসেপার্ট অফিসের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান বলেন, আটক আজমল হোসেন কানাডা প্রবাসী। সে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রগুলো সত্যায়িত করা ছিল না। তাকে সত্যায়িত করে দেয়ার কথা বললে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয় সেই কাউন্টারের আঘাত করলে কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়।
এদিকে, আজমল হোসেন ও তার স্ত্রী জানান, তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে ও শার্টের কলার ধরে নিতে রোহিঙ্গা যাচাই কক্ষে নিতে চাওয়ায় ভাংচুর করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title