নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ করেছে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ । একই সাথে মেয়রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ঐক্য পরিষদ এ অভিযোগ করেছে। একই সাথে দেবোত্তর সম্পত্তি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়েছেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিম চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা জানান, শ্রী বিকন লাল ঠাকুর শহরের দেওভোগ আখড়া এলাকায় আমাদের উপাস্য দেবতা লক্ষীনারায়ণের নামে ‘শ্ৰী শ্রী রাজা লক্ষীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির’ নামে একটি মন্দির স্থাপনের সময় পূজা-অর্চনা ও আশপাশের অধিবাসীদের সুবিধার্থে ৩৬৭ শতাংশ জায়গা নিয়ে একটি পুকুর খনন করেছিলেন। স্থানীয়দের কাছে সেই পুকুরটি জিউশ পুকুর নামে পরিচিত। শত শত বছর ধরে পুকুরটি হিন্দু ধর্মালম্বীরা পূজা-অর্চনা কাজে ব্যবহার করে আসছেন। ভুমি জরিপের সিএস (বিটিশ) পর্চায় এই বিশাল সম্পদটি দেবোত্তর সম্পত্তি হিসেবেই রেকর্ডভূক্ত হয়। কিন্তু সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মা, ২ ভাইসহ তারই আত্মীয়রা পুকুরটি নিজের দখল ও আত্মসাতের চেষ্টা করছেন বলে জানায় স্থানীয়রা। উপায় না পেয়ে মন্দিরের পক্ষে আদালতে মামলা দায়ের করা হলেও মামলার বাদীসহ সংশ্লিষ্টদের মেয়র সেলিনা হায়াত আইভী নিজে ডেকে নিয়ে এবং লোক মারফত ক্রমাগত হুমকি দিচ্ছেন।
মহানগর আওয়ামী লীগের মহানগর সিনিয়র সহ সভাপতি চন্দনশীল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কষ্টের সাথে বলতে হয়-তাদেরকে মেয়রের চেয়ারে বাসাতে আপনাদের কাছে ভোট চেয়ে ছিলাম। এই জন্য দু:খ প্রকাশ করছি। মেয়র আইভীকে ইঙ্গিত করে বলেন, জিউস পুকুরটি যদি আপনাদেরই হয়, তাহলে আইনীভাবে সমাধান করেন। কোন আপত্তি নাই। কাউকে হত্যার, গুমের হুমকি দেবেন, নির্যাতনের হুমকি দিবেন। এটা হতে পারে না। এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকতে এ ধরনের অনাচার ঘটতে দেয়া হবে না।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘ধর্মের নামে ভন্ডামী এখানে চলবে না। কেউ কেউ নিজেকে কার্নিক দাবি করে মসজিদ-মন্দিরের জায়গা দখল করবেন আওয়ামী লীগ তা সহ্য করবে না। মেয়র আইভীর আত্মীয়-স্বজনদের জমি দখলের বিষয়টা আমি প্রধানমন্ত্রী’র কাছে তুলে ধরবো। যারা হিন্দু সম্পত্তি দখল করে, জননেত্রী শেখ হাসিনা তাদের নমিনেশন দিবে না। আর কেউ যদি দেবোত্তর সম্পত্তি দখল করে, সেই দায়ও আওয়ামীলীগ নিবে না। হুমকি-ধামকি দিয়ে লাভ নেই। যদি হত্যা করে আন্দোলন থামাতে চান, প্রথমে আমাকে হত্যা করেন। আমি মৃত্যু পর্যন্ত জিউস পুকুর নিয়ে কথা বলবো।’