ফরিদপুর প্রতিনিধি :: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণার চক্রের তিন সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার রাতে জেলার মধুখালী থানাধীন ডুমাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে বিভিন্ন মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। ঘটনার সত্যতা পেয়ে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার গভীর রাতে জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে আটক করে। এরা হলেন মোঃ নূর আলম মোল্লা (১৯), মোঃ শাহারুপ শেখ@অমি (১৮) ও মোঃ শাকিল শেখ (১৯)। আটকের সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের কাছ থেকে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ২৭টি সীমকার্ড জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
Attachments area