সাধারণ মানুষের সমস্যা নিয়ে সালথায় ডিসির গণশুনানি

আবু নাসের হুসাইন, সালথাঃ সাধারণ মানুষের সমস্যা নিয়ে ফরিদপুরের সালথায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গণশুনানিতে অংশ নেন জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় জেলা প্রশাসক অতুল সরকার সমস্যাগ্রস্ত ও অসহায় মানুষের কথা শোনেন। সেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি বলতে পারেন।
জেলা প্রশাসক প্রত্যেক প্রার্থীর কাছ থেকে সমস্যা-অভিযোগসহ বিভিন্ন বিষয় জেনে তাৎক্ষণিকভাবে  সেসব সমস্যা সমাধান করেন। এছাড়াও উপস্থিত সাক্ষাৎপ্রার্থীদের সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।গণশুনানিতে সমাধান পেয়ে হাসিমুখে বাড়ি ফেরেন অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু প্রমূখ।
গণশুনানিতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে আমরা কাজ করছি। চেষ্টা করছি সাধারণ মানুষের কথা শুনে তাদের সেবা দিতে। এ জন্য সংশ্নিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে উপজেলা পরিষদ চত্তরে  দুই ভিক্ষুককে পুর্নবাসনে গাভী ও দোকানের চাবি তুলে দেন। এছাড়াও চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।

Leave A Reply

Your email address will not be published.

Title