শেরপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে পালিয়ে থাকা মোঃ আবু জাফর ওরুফে সুরুজ (৬০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান জানান, সঙ্গীয় ফোর্সসহ ২ রাত ২ দিন নরসিংদী ও গাজীপুরে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আবু জাফর ওরুফে সুরুজকে গ্রেফতার করা হয়।
শেরপুরের ঝিনাইগাতী থানার একটি হত্যা মামলায় ২০০৬ সালে ১৫বছরের কিশোরকে হত্যা করে টাঙ্কিতে গুম করার অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত সাজা আসামী আবু জাফর ওরুফে সুরুজ আগে থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান একদল পুলিশ সদস্যদের নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আবু জাফর সুরুজকে আজ ৬ নভেম্বর শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সুরুজকে ধরতে গিয়ে ঝিনাইগাতী থানার ওসি আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানা যায়।