কাপাসিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী
কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শন অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড, মো: আমানত হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,বি সি এস আই আর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাগিরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ,নিগার সুলতানা পিংকি, সাদ্দাম হোসেন,রিসার্চ কেমিস্ট নাতাশা নাসিফা হক,এস এম ফাতেমা প্রমুখ।