১ নভেম্বর থেকে ফের খুলছে বঙ্গবন্ধু সাফারি পার্ক

করোনা মহামারির জন্য বন্ধ থাকা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে। সহকারী প্রধান বন সংরক্ষক মো. আরিফুল হক বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন বলে পার্ক শীর্ষক প্রকল্প পরিচালক জাহিদুল কবির । একইসঙ্গে খুলে দেওয়া হচ্ছে জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, অ্যাভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্কটিও। গত ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে এ পার্কগুলো। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যায় তিনি বন ভবন থেকে চিঠি পেয়েছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এর আগে গত ১৮ মার্চ পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করেন। ওই দিনই তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানান। দীর্ঘ সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে পার্কটি।

Leave A Reply

Your email address will not be published.

Title