শেরপুরের নালিতাবাড়ীতে ফাতেমা রাণীর তীর্থ উৎসব শুক্রবার

 শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খিস্টধর্মপল্লীতে রোমান ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব পালিত হবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার।
প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপী তীর্থ উৎসব পালিত হলেও করোনা মহামারীর কারণে এবারের তীর্থ উৎসব মাত্র ৬ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এ কারণে এবার অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত করে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করার সিন্ধান্ত হয়েছে বলে তীর্থ উদযাপন কমিটিরি কো-অর্ডিনেটর রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান জানিয়েছেন।
তীর্থ উদযাপন কমিটির নিরাপত্তা সমন্বয়ক রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিঞ্জা জানান, সরকারিভাবে ৫শ তীর্থযাত্রীর অনুষ্ঠানে অংশ গ্রহণ করার অনুমতি পাওয়া গেছে। অনুষ্ঠানসূচি অনুয়ায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলোক শোভাযাত্রা, সাড়ে ১১টায় খ্রিস্টযাগ, বেলা ২টায় ব্যক্তিগত প্রার্থনা ও বেলা ৩টায় শেষ আর্শীবাদ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল তীর্থ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামুলক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title