ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করে দিয়েছে : পাপন

বিসিবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। যার অংশ হিসেবে ক্রিকেটাররা আন্দোলনে নেমেছে এবং ধর্মঘট ডেকে খেলা বন্ধ করে দিয়েছে।ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ইমেজ এবং বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করেছে।

মঙ্গলবার দুপুরের ক্রিকেটারদের ধর্মঘট এবং আলটিমেটাম নিয়ে বিসিবি পরিচালকদের জরুরি বৈঠকের পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এসব কথা বলেন।

পাপন দাবি করেন, আমাদের কাছে দাবিগুলো পেশ না করে মিডিয়ার সামনে বললো। তারা তো জানে, আমাদের কাছে দাবি পেশ করলে আমরা সেগুলো মেনে নেবো। মেনে নিলে তো খেলা বন্ধ করতে পারতো না। এ কারণেই আমাদের না বলে মিডিয়ার সামনে বলেছে। এতে বাংলাদেশেরই সম্মানহানি হয়েছে। ক্রিকেটের সম্মানহানি হয়েছে।

এর আগে, ২১ আক্টোবর ( সোমবার) হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদশের ক্রিকেটাঙ্গন। পারিশ্রমিকসহ মোট ১১ ইস্যুতে দাবি পেশ করেন ক্রিকেটাররা এবং দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটকেই তারা বর্জন করার ঘোষণা দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title