কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আলুর দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন।
১৫ অক্টোবর কাপাসিয়া বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন ।
অপরদিকে বিকালে উপজেলা ত্রিমোহনী বাজারে একটি বেকারি দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিমোহনী বাজারে একটি বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন আলুর দাম বৃদ্ধি রোধে বিভিন্ন বাজার মনিটরিং করে আলু ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশক্রমের বাইরে কেউ আলু বেশি দামে বিক্রি করতে পারবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।