নদীগর্ভে বিলীনের পথে বগুড়ার হাটকরমজা-গণকপাড়া সড়ক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলার হাটকরমজা-গণকপাড়া পাকা সড়ক বাঙালী নদীতে বিলীনের পথে। সেই সাথে হুমকির মুখে পড়েছে গণকপাড়া বাজার, গণকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গণকপাড়া কলেজ ও গণকপাড়া উচ্চ বিদ্যালয় সহ ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার বসতবাড়ি।

গত ৩/৪ বছর যাবত বাঙালী নদীর অব্যাহত ভাঙনে সোনাতলা উপজেলার ১৯টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সেই সাথে বাঙালী নদীর ভাঙনে হাটকরমজা-গণকপাড়া ভায়া নারচী হয়ে সারিয়াকান্দি সড়কটি বাঙালী নদী গিলে খাচ্ছে। হুমকির মুখে পড়েছে গণকপাড়া বাজার সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, যমুনা ও বাঙালী নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এমনকি হাটকরমজা-গণকপাড়া সড়কের বেশির ভাগ অংশ বাঙালী নদী গিলে ফেলেছে। সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে সোনাতলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
অপরদিকে বাঙালী নদীর ভাঙন রোধে এখনি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার বসতবাড়ি হুমকির মুখে পড়বে। ইতোমধ্যেই শতশত একর আবাদি জমি, ঘরবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল ও নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু জানান, সোনাতলা উপজেলার সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সড়কটি আজ হুমকির মুখে। সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে।

এ প্রসঙ্গে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, অচিরেই বাঙালী নদীর ভাঙন রোধে কাজ শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title