আসন্ন ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে বুধবার ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩জন, সদস্য পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার, সতন্ত্র প্রার্থী হিসেবে প্রফেসর মোঃ আব্দুল আজিজ, বিএনপি’র প্রার্থী মোঃ সেলিম মিয়া।
অন্যদিকে ২ সদস্য পদে ৮ সদস্য প্রার্থী মোঃ কবির মোল্যা, মোঃ জাহাঙ্গীর শাহ্ বাদশা, মোঃ হারিজুর রহমান, মোঃ মেহেদী আলম, মোঃ খোকন মাতুব্বর, মোঃ আব্দুল ওহাব ফকির, এস,এম নুরুজ্জামান, শেখ আকতার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২০ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যান পদে ভোট প্রদান করবেন।
৪টি ইউনিয়ন নিয়ে একেকটি ওয়ার্ড গঠিত। ১৪ ও ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ২টি সদস্য পদের জন্য।
১জন চেয়ারম্যান পদে পুরো জেলায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩জন প্রার্থী। আগামী ২৬ সেপ্টেম্বর সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রতীক বরাদ্দ করা