হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি বলেছেন, সরকার শিক্ষা ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। করোনা মহামারীর সময়ে শিক্ষার্থীরা যাতে নিয়মিত তাদের লেখাপড়া অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছে সরকার।
হবিগঞ্জে জেলা প্রশাসনের সন্মেলনকক্ষে আলোর সন্ধান শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত জেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকারি জেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৭ লাখ ৫ হাজার টাকার চেক এ সময় তুলে দেওয়া হয়।
পরে বিভাগীয় কমিশার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতার ম্যুরাল ও মুজিব কর্ণার এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য দেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।