আর্ন্তজাতিক ডেস্ক : বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মানসিকতা পরিবর্তন করতে হবে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেন, উন্নয়নের দিকেই মন দিতে হবে। এক্ষেত্রে মানবিক উন্নয়ই যে আগ্রাধিকার তা স্পষ্ট । ‘আত্মনির্ভর ভারত’ মিশনের কথা বলে দেশী দ্রব্য তৈরি ও তা ব্যবহারের আহ্বান জানান তিনি।
ইউএস-ইন্ডিয়া স্ট্রাটেজিক পার্টনারশিপ ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক নিয়ে টানা এক সপ্তাহ ধরেই এই সম্মেলন চলছে। এই সম্মেলনে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও কর্পোরেট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী আরোও বলেন, করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া পরিস্থিতি ১৩০ কোটি ভারতীয় আশা আকাঙ্খাকে প্রভাবিত করেছে। করোনার সঙ্গে লড়াই করার জন্য দেশে স্বাস্থ্য পরিকাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। আইসিইউ-র ব্যবস্থা বাড়ানো হয়েছে। আর পিপিই কিট তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বের মধ্যে করোনা সংক্রমণে ভারতে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম বলে দাবি করেছেন তিনি।