ভারতে পাচারকালে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচারকালে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার গোগা সীমান্ত থেকে ওই ইলিশ মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা মাছগুলোর বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা।

খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোগা সীমান্ত দিয়ে সাড়ে ১১ মণ ইলিশ মাছ পাচারের চেষ্টা করে চোরাকারবারীরা। এ সময় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মাছগুলো উদ্ধার করতে সক্ষম হন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী জানান, ইলিশ মাছ ভারতে পাচারের চেষ্টা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ উদ্ধার করে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

Title