ফরিদপুর :: ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে মারা গেছে দুই ভাই-বোন। এরা হলো অমি আক্তার (১৫) ও তামিম (১১)। তাদের বাড়ি চরভদ্রাসনের উপজেলা সদরের আব্দুস শিকদারের ডাঙ্গি গ্রামের উত্তর আলমনগরে। অমি আক্তার চরভদ্রাসন পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্রী আর তার ভাই তামিম আল-হেরা স্কুলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মোঃ রাসেল দুবাই প্রবাসী। লামিম নামে তাদের ১০ মাস বয়সী আরেকটি ছোট ভাই রয়েছে।
নিহতের মা নাসরিন আক্তার সাংবাদিকদের জানান, বুধবার বিকেল ৫টার দিকে অমি ও তামীম দু’জনে তাফালে (গুড় জাল দেয়ার জন্য টিনের তৈরি চারকোনা বড় পাত্র) চড়ে লোহারটেক খালের মধ্য দিয়ে অদুরেই নানা বাড়ি যাচ্ছিলো। অমি সাতার জানতো না। তবে তামীম সাতার জানতো। এরপর দুই ভাইবোন পানিতে পড়ে গেছে বলে জানায় সে।
চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে অমির লাশ পাওয়া গেলেও তামিম নিখোঁজ ছিল। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তামিমের লাশ উদ্ধার হয়। দুপুরে জানাযা শেষে তাদের দাফন করা হয়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাই-বোনই মেধাবী ছিল বলে জানান তিনি।