মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও ১o জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, মির্জাপুর ৪ জন, মধুপুর ২ জন এবং বাসাইল উপজেলায় ১ জন রয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।
বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৪ জুন ১২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বুধবার (১০ জুন) সকালে নমুনার ফলাফল আসে।
এতে নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়। এছাড়া জেলার বাইরে নমুনা দেয়া ১ জন পজেটিভ ব্যক্তিকে টাঙ্গাইলে অন্তর্ভুক্ত করা হয়। এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৭৬ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসার রয়েছে।