চাঁদপুরে করোনার উপসর্গে আরো ২ জনের মৃত্যু

0

চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে মৃত্যুর মিছিল যেন থামছেই না, চাঁদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।   রোববার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুইজন মারা গেছেন। একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। আর অপরজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। যিনি করোনায় মারা যান তিনি হচ্ছেন চাঁদপুর  করো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিবিড় আহমেদের পিতা এ কে এম মোশাররফ হোসেন (৬০)। তিনি আজ সকাল পৌনে দশটায় দক্ষিণ গুণরাজদী নিজ বাড়িতে মারা যান। গত কদিন আগে তিনি ও তাঁর স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। বাড়িতেই তাঁরা দুজন চিকিৎসা নেন। আজ সকালে নিবিড়ের বাবা মারা যান। তবে তার মা অনেকটা ভালো বলে নিবিড় জানান। সকাল ৭টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে পল্লী চিকিৎসক আব্দুস সোবহান (৭০) নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার স্যাম্পল কালেকশান এবং বিশেষ ব্যবস্থায় দাফনের কাজ চলছে।

এ তথ্য জানান সদর ইউএইচএফপিও ডাঃ সাজেদা বেগম পলিন। এছাড়া গত কদিন আগে সদর হাসপাতালের আইসোলেশনে কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের আব্দুর রাজ্জাক নামে যে একজন মারা গেছেন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

Leave A Reply

Your email address will not be published.

Title