বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্রীজ সংলগ্নের উত্তর পাড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে একটি চায়ের দোকান পুড়ে গেছে।এতে প্রায় আনুমানিক ৬০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে নিশানবাড়ীয়া ইউনিয়নের লাউপাড়া বাজারের ব্রীজের উত্তর পাড়ে নাসিমার চায়ের দোকানে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চা বিক্রেতা নাসিমা বলেন,প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে বাড়ি যাই।আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি তারপর দেখি আমার সবকিছু পুড়ে গেছে।আমার আনুমানিক ৬০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল ফরাজী বলেন,নাসিমার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে ধারনা করা হচ্ছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ নাসিমাকে সহযোগীতা করা হবে।