কেরাণীগঞ্জে বিনামূল্যে এডিস নিধন কর্মসূচী শুরু

প্রাইমটিভি বাংলাঃ

এডিস মশার বিস্তার রুখতে হবে সবার। বিপু ভাইয়ের নির্দেশ ডেঙ্গুর দিন শেষ। এ শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নে শুরু হয়েছে বিনামূল্যে এডিস নিধন কর্মসূচী। আজ ১০ মে রবিবার বিকেলে আগানগর ইউনিয়নের ২,৬ ও ৭নং ওয়ার্ডে এ কর্মসূচীর আওতায় ছিটানো হয় মশার ওষুধ। আগানগর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডেই এভাবে মশার ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছেন আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি। তিনি বলেন সারা দেশে করোনা মহামারির মধ্যেই বেড়ে গেছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে এখনই সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা সে অনুযায়ি এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য প্রচার প্রচারনা ও প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ ছিটানোর কাজ শুরু করেছি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো.মশিউর রহমান শাহিন, ৬নং ওয়ার্ড সদস্য মো.শাহিন ও ৭নং ওয়ার্ড সদস্য হাজী মো.রাসেল প্রমুখ। আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি আরো বলেন,জননেতা নসরুল হামিদ বিপুর স্বপ্ন পুরনের লক্ষে আধুনক কেরাণীগঞ্জ গড়ার প্রত্যয়ে নসরুল হামিদ বিপু এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আমেদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সকল ধরনের সেবামূলক কাজের মাধ্যমে কেরাণীগঞ্জকে আরো এগিয়ে নিতে চাই।

Leave A Reply

Your email address will not be published.

Title