বিদ্যানন্দের আত্মকথা!
এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম
যখন সবার চোখের সামনে দিয়ে,
অসহায় কত পথশিশুদের দল
হাত পেতেছিলো ক্ষিদের কষ্ট নিয়ে?
কেউ তো সেদিন দাওনি বাড়িয়ে হাত
দামি জামাটায় দাগ লাগানোর ভয়ে,
এড়িয়ে গিয়েছ খুব সহজেই তাকে
অদৃষ্টের হাতে সব দাবি তুলে দিয়ে।
একটি মানুষ শুনেছিল সেই ডাক!
দ্বিধাহীন মনে ছুটেছে তাদের পানে
শুধু একজন কিশোর একশ হয়ে
সেই শিশুদের বুকে নিয়েছিল টেনে।
বিদ্যানন্দ গড়ে উঠেছিলো তার
অসহায় আর পিড়ীতের আশ্রয়,
কাউকে কখনও ফিরিয়ে দেয়নি
তারা যেখানে কষ্ট, সেখানেই বরাভয়।
তুমি কি পারবে তেমন কিশোর হতে?
ধর্মের নামে থামাতে চাইছ যাকে !
মানবতাকেই শ্রেষ্ঠ কর্ম মেনে
কবে গিয়েছিলে কোনোও কাঙালের ডাকে?
বিদ্যানন্দ মিশে আছে চেতনায়
জাত ধর্মের সীমারেখা পার করে।
হাজার কিশোর সামনে দাঁড়িয়ে আছে
, শুধু একজন কিশোরের হাত ধরে।
লেখক – পুলিশ সুপার, গীতিকবি ও কন্ঠশিল্পী।
Chat Conversation End