কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ত্রান নিয়ে অসহায় ও কর্মহিন মানুষের পাশে দাড়ালো
কেরানীগঞ্জ প্রতিনিধি:
করোনার মহামারী ভাইরাসের প্রার্দুভাবের সময় কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় ও কর্মহিন মানুষের পাশে দাড়িয়েছেন।
আজ শুক্রবার বিকাল ৩টায় দক্ষিন কেরানীগঞ্জ , হাসনাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধান কার্যালয় এ ত্রান বিতরন করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো:ইকবাল হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে ত্রান বিতরনে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন শুকুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি হাজি মোঃ শাহাদাৎ হোসেন,কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সলিমুল্লাহ ববি,৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন গেসু ।
এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা:এম এইচ হোসেন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভাঢ্যা ইউনিয়ন যুগ্ন আহবায়ক নাহিদ হোসেন,কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিরল হক মিঠু,জাকির হোসেন,মনির হোসেনসহ প্রমুখ।
সভাপতি ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ,বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এর নির্দেশে কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ত্রান ও খাদ্য সামগ্রী নিয়ে আসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আজ আমরা খেটে খাওয়া ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। দেশের এ মহামারি দূর্যোগের মুহুর্তে দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।