রূপগঞ্জে কৃষকের মাটি কেটে নেয়ার অভিযোগ: ওয়াটা ক্যামিকেলকে ভ্রাম্যমাণ  আদালতের জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলার মঙ্গলখালী এলাকার এক কৃষকের জমির মাটি জোরপুর্বক কেটে নেয়ার অভিযোগে ওয়াটা ক্যামিকেলকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান এ জরিমানা করেন। তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ওয়াটা ক্যামিকেল লিমিটেড এর জিএম আবু তাহের।
ম্যাজিস্ট্রেট আফিফা খান জানান, মঙ্গলখালী এলাকায় ওয়াটা ক্যামিকেল কারখানাটি অবস্থিত। কারখানার পেছনে বেশ কিছু জমি ক্রয় করেছেন কারখানার মালিকপক্ষ। সেখানে কারখানার নানা কার্যক্রমের জন্য মাটি খনন কাজ চালাচ্ছিলেন কারখানার জিএম আবু তাহের। ওই এলাকার হানিফ নামের এক কৃষকের জমি জোরপুর্বক গভীর খনন করে মাটি কেটে নেয়ার অভিযোগ করেন। পরে সড়েজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান। পরে আদালত দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় জিএম আবু তাহের জরিমানার টাকা  তাৎক্ষনিক পরিশোধ করেন এবং অপরাধ স্বীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title