প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে – খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধিঃ ধান চাল ক্রয়ে কোন প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য দেশের সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে ৭ তারিখের মধ্যে তালিকা দেওয়ার কথা সেই তালিকা অনুযায়ী ইউনিয়নে ইউনিয়নে লটারি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা নির্দেশ দেন।
বৃহষ্পতিবার দুপরে নওগাঁ সদর এলএসডি গুদাম চত্বরে বোরো ধান চাল সংগ্রহের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে এবার বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে দেড় লাখ মেট্রিকটন আতপ চাল মিলারদের কাছ থেকে ও ২৭ টাকা দরে ৮ লাক্ষ মেট্রিকটন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ওয়াশিমুল বারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি,এম ফারুক হোসেন পাটোয়ারীসহ জেলা চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ৪৯ হাজার ২৬০ মেট্রিকটন চাল ও ৬ হাজার ৫১ মেট্রিকটন আতপ চাল, ২৩ হাজার ২৩২ মেট্রিকটন ধান ৩১ আগষ্ট্রের মধ্যে করা হবে।