নাটোর প্রতিনিধি: নাটোরের পশ্চিম হাগুরিয়া গ্রামে জুমা নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ একজন ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া জামে মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসলি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েকজন জুমার নামাজে অংশ নিতে পারেননি। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের ওপর চড়াও হলে মুসুল্লিরা তাকে মারপিট করে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ হাতাহাতি শুরু হলে উত্তেজনা দেখা দেয়। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ কয়েকজন পুলিশের ওপর চড়াও হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের এসআই আনোয়ার হোসেন,পুলিশ সদস্য ফজলে রাব্বি,সেকেন্দার ও মহিলা পুলিশ জয়া সরকারসহ অপর এক ব্যক্তি আহত হয়। পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা নাদিম সহ ৯ জনকে আটক করে।