নিজস্ব প্রতিবেদক : ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস। প্রতি বছর নানা আয়োজনে মহান মে দিবস পালন করা হয়ে থাকে। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। নভেল করোনা ভাইরাস মোকাবিলা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবাই অজানা এই শত্রুর মোকাবিলায় ব্যাস্ত। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিপর্যস্ত বিশ্বে এবার মহান মে’ দিবস কোনো আয়োজন ছাড়াই উৎযাপিত হবে।
“মে দিবস” শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্জ্ব এ বি এম মাজহার আনাম বলেন, মে’ দিবস মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে ও শ্রমিক শ্রেণীর ওপর নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।
নেতা আরো বলেন, সরকার ও মালিক পক্ষকে মহান মে’ দিবসের শিক্ষানুসারে বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণের অবদান বিবেচনা করে তাদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরী ও উন্নত জীবন নিশ্চিত করতে হবে। এছাড়াও করোনা সংকটের মাঝে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধের দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের মত ঘৃনিত কাজ থেকে মালিক পক্ষকে বিরত থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়ের এই ঐতিহাসিক দিনে, দেশ-বিদেশে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিকসহ সারা বিশ্বের শ্রমজীবী-কর্মজীবী মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।