আমার এলাকায় কোন মানুষ না খেয়ে থাকতে হবে না… বিশিষ্ট সমাজ সেবক ওহেদুজ্জামান ও কাইয়ূম ভান্ডাড়ী

 কেরানীগঞ্জ প্রতিনিধি. গরিব মেহনতি কর্মহীন মানুষকে না খেয়ে থাকতে হবে না বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশিষ্ট সমাজ সেবক হাজি মো. ওহেদুজ্জামামান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কাইয়ূম ভান্ডাড়ী। আজ বুধবার ২৯ এপ্রিল সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা ইকুরিয়া বাজার ০৮ নং ওয়ার্ডে নিজেদের ঊদ্যোগে আজও ৩০০ কর্মহীন দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এসময় বিশিষ্ট সমাজ সেবক ইউপি সদস্য হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এর আহবানে সারা দিয়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা অব্যাহত রেখেছি। সরকারী ত্রান ছাড়াও ইতিপূর্বে আমার নিজের উদ্যোগে দু’বার চাল,আলু,তেল,আটা,পেইজ খাদ্য সামগ্রী দিয়েছি। এবারও ১৬০০ জন কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি। তারই ধারা বাহিকতার আজ তৃতীয় দিন। আমরা ভীড় এড়ানোর জন্য প্রতিদিন ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। ত্রান নিতে আসা মানুষ সু- শৃঙ্খলা বদ্ধ ভাবে প্রতিজনকে ৫ কেজি চাল, আলু আটা,পেয়াঁজ দিয়েছি। । তিনি আরো বলেন,মধ্যবিত্ত যাদের লিষ্টে বা তালিকায় নাম দিতে নিজেরা অসংগতি মনে করেছেন তারা আমার সাথে গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করতে বলেছি। আমি আপনাদের খাবারের ব্যবস্থা করবো। আওয়ামী লীগ নেতা কাইয়ূম ভান্ডাড়ী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে আমাদের এলাকায় দুস্থ,কর্মহীন, ভ্যান চালক,রিস্কা চালক,গার্মেন্টস, বিভিন্ন ধরনের কর্মজীবি স্থায়ী, অস্থায়ী বসবাসরত মানুষের ভোটার আইডি সংগ্রহের মাধ্যমে ত্রান বিতরন অব্যাহত আছে। তিনি জানান, করোনার সংক্রমণের নিয়মনীতির দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে ১৬০০ জনের তালিকা তৈরি করে নিজেদের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্রদানের তৃতীয় দিন চলছে। আজও ৩০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করেছি। এর পূর্বেও প্রায় ১৫০০ জন মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়া প্রতিদিনের খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি হিসেবে আটা, আলু,পেয়াজ চলমান আছে। এসময়ে আওয়ামী লীগ নেতা আসাদ উল্ল্যাহ, আওয়ামী লীগ নেতা কেলে ও হাজি মোঃ নাঈম উপস্থিত ছিলেন। এছাড়া খাদ্য সামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title