রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১শ পরিবারকে ইফতার সামগ্রী পৌছে দিলো রক্তের বন্ধন ফাউন্ডেশন। বুধবার রাতে গোলাকান্দাইল ইসলামবাগ ৫নং ক্যানেল এলাকার অসহায় দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয় ফাউন্ডেশনের সদস্য ও এডমিনরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন জসিম উদ্দিন, তুহিন মিয়া, হাবিবুর রহমান টিটু, ইমতিয়াজ ভুইয়া রনি, মনির, গাজী রাব্বি, ইমরান, জামাল, সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ প্রমুখ।
রক্তের বন্ধন ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি দেয়ার জন্য আর আমাদের এ কাজে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা জানাই ও পাশাপাশি আহবান জানাই সকল বৃত্তবানদের তারা যেন এই করোনা মহামারীর বিপদের সময় অসহায় দুস্থ্যদের যেন সহযোগীতার হাত বাড়িয়ে দেন।