প্রাইমটিভি বাংলা
দেশের এই সংকটময় সময়ে করোনা প্রতিরোধে বন্ধ করা হয়েছে সবকিছূ ঘর বন্দি সবমানুষ।অসহায় খেটে খাওয়া মানুষ এখন কর্মহিন।খারাপ সময় পাড় করছে মধ্যবিত্ত পরিবারগুলো। এসব অসহায় ও কর্মহীন মধ্যবিত্তদের নিজ উদ্যোগে রাতের আধারে ঘরের দরজায় “ভালোবাসার উপহার” হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শেখ কাওসার।সে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ।
সোমবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও মধ্যবিত্ত প্রায় দুই শতাধিক পরিবারে ঘরে ঘরে গিয়ে তিনি নিজে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। শেখ কাওসার জানান, আমি কোন দান অথবা ত্রাণ দিচ্ছি না। দেশের এই ক্রান্তিকালে আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কর্মহীন হয়েপড়া মানুষের উপকারে আসবে। সম্মান দিয়ে বলছি এটি কোন দান অথবা ত্রাণ নয়, আমর ‘ভালোবাসার উপহার’ দিচ্ছি।আমার অনুরোধ সমাজে যারা বিত্তবান আছেন তারা সবাই এই দুঃসময়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ান। আমার পক্ষথেকে যতদিন সম্ভব সাহায্য সহযোগিতা করে যাবো।