বৃষ্টিতে ভিজে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিলো র‌্যাব-১১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জ জেলার সর্বসাধারণের পর এবার বৃষ্টিতে ভিজে মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম (বার) এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সর্ববৃহৎ মক্কীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা ও খানকায়ে জামে মসজিদে এ ত্রাণ পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা। করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন ঘরবন্দি, তখন কর্মহীন মানুষের পাশাপাশি মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের কাছে ছুটে যাচ্ছে র‌্যাব।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো: আলেপউদ্দিন বলেন, র‌্যাব মানুষের কল্যাণে কাজ করছে। এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি জেনেও আমরা পিছ পা হচ্ছিনা। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদে থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।

Leave A Reply

Your email address will not be published.

Title