কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমাহার। তবে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক। এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ।  বৃহস্পতিবার  দিনব্যাপী শ্রীনগর উপজেলার হাসাড়া ও গাদিঘাট এলাকায় আড়িয়ল বিলে ধান কাটে ছাত্রলীগের নেতা কর্মীরা। বিকালে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দিনব্যাপী কর্মসূচিতে ৮০ শতাংশ জমির ধান কাটেন নেতাকর্মীরা। পরে এসব কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, শ্রীনগর সভাপতি তর্ণক লিজু, সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, এর আগেও গতবছর ধান কাটার মৌসমে মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগকে দুঃস্থ কৃষকের ক্ষেতের ধান কেটে দিতে দেখা যায়।

 

Leave A Reply

Your email address will not be published.

Title