টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতিতে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। এছাড়াও গাছপালা উপড়ে গেছে। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।
স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাটসহ প্রায় অর্ধশতাধিক ঘর–বাড়ি বিধ্বস্ত হয়। টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের উপর শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। ঝড়ের সাথে শিলা বৃষ্টিতে জমির ইরি ধানের ব্যাপক ক্ষয়–ক্ষতি হয়েছে।
কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা জানান, ২০ থেকে ২৫টি ঘরবাড়ি, কয়েকটি বিদ্যুতের খুঁটি এবং ফসলের ক্ষয়–ক্ষতির সংবাদ পেয়েছি। তবে কি পরিমাণ ক্ষয়–ক্ষতি হয়েছে তার হিসেব এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও আহতের সঠিক কোনও তথ্য এখনো পাইনি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।