পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় আরো দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় সপ্তম এবং পুঠিয়া উপজেলায় পঞ্চম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো।
করোনায় আক্রান্ত নারী রুমা উপজেলা সদর ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। আপর করোনায় আক্রান্ত নারী বিউটি জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। আক্রান্তদের বাড়ি লকডাউন প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।
সোমবার সন্ধায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঔই দুই নারী ঢাকার নারায়নগঞ্জ থেকে বেশ কয়েক দিন হলো বাড়ি ফিরেছে। এরপর তার শরীরে করোনা রোগের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম রুমার নমুনা গত শনিবার ও বিউটির নমুনা গত বৃহস্পতিবার সংগ্রহ করে রামেক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর পর তারা হোম কোয়ারেন্টিতে ছিল। সোমবার তাদের রির্পোট পজেটিভ আসে। আক্রান্ত রোগীরা এখন তাদের নিজ বাড়িতেই থাকবেন। তাদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হবে। পরে তাদের সমস্যা দেখা দিলে রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে।