কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আজ আরও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৪জনে। তিনজনের দুজন পুরষ এবং অপরজন নারী।একজনের বাড়ি শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এবং আরেক জনেরবাড়ি একই ইউনিয়নের বামনশুর গ্রামে ,এছাড়া জিনজিরা পূর্ব রসুলপুরের ১৮ বছর বয়সী এক যুবক আক্রান্ত। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন ১০এপ্রিল শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিদিনই কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা শনাক্ত হওয়ায় সাধারন মানুষের মাঝে চরম আতংক ও উৎকন্ঠা দেখা দিয়েছে।
এর আগে, ৯এপ্রিল বৃহস্পতিবার শুভাঢ্যা ইউনিয়নে ২দুইজন ও কোন্ডা ইউনিয়নে ১জন করোনা রোগী শনাক্ত হয়। ৮এপ্রিল বুধবার কালিন্দী ইউনিয়ন থেকে ১জন এবং জিনজিরা ইউনিয়ন থেকে মা-ছেলেসহ ২জন শনাক্ত হয়। ৬এপ্রিল সোমবার দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকা থেকে ১জন এবং জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ ও চর রঘুনাথপুর এলাকা থেকে ২জন শনাক্ত হয়। ৫ এপ্রিল রবিবার জিনজিরা মডেল টাউন এলাকা থেকে ১জন করোনা রোগী শনাক্ত হয়।