নিউজ ডেস্ক : সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত ২০০টিরও বেশি দেশে ঢুকে পড়েছে এই মহামারি। সবশেষ তথ্য (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা) অনুযায়ী, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭০০ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৮৮ হাজার ৪৫০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৪ হাজার মানুষ। একই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন সাড়ে ৬ হাজার মানুষ। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬০০, মৃত্যুবরণ করেছেন প্রায় দুই হাজার।
বিশ্বব্যাপী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার। বর্তমানে আক্রান্ত আছেন প্রায় ১১ লাখ মানুষ। এর মধ্যে সংকটাপন্ন আছেন ৪৮ হাজার এবং স্থিতিশীল আছেন ১০ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ৪ লাখ ৩৪ হাজার ৫৮১ জন। সবেচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১৭ হাজার ৬৬৯ জন।