নারায়নগঞ্জ প্রতিনিধি : দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা লকডাউন/কারফিউ ঘোষনা করার অনুরোধ জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।
রোববার নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানায় নাসিক।
বিজ্ঞপ্তীতে বলা জানানো হয় যে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বানিজ্যিক নগরী নারায়নগঞ্জ সিটি কর্রোরেশন এলাকায় এই ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত মৃত্যুবরন করায় কয়েকটি এলাকা প্রশাসনের সহায়তায় লকডাউন করা হয়েছে। সিটি কর্পেোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারীসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল,ডাল,আটা, ময়দা, লবনসহ নিত্য পন্যের পাইকারী বাজার থাকায় ঘনবসতিপূর্ন এই নগরীতে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি অত্যাধিক। তাই নগরবাসীর জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষন পূর্বক সার্বিক বিবেচনায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি প্রধানমন্ত্রীর নিকট জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন/কারফিউ জারি করার অনুরোধ জানিয়েছেন।