ঢাকার মেয়রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী “কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মধ্যেই মশা সঙ্গিত চর্চা করছে”
নিজস্ব প্রতিবেদক: মশার প্রার্দুভাব নিয়ে ঢাকার দুই সিটি মেয়রদের সর্তক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মধ্যেই মশা সঙ্গিত চর্চা করছে। মশার গান শুনলাম। গুণগুণ করে কানের কাছে বেশ গান গাচ্ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মশার প্রার্দুভাব কিন্তু আস্তে আস্তে শুরু হবে। আসবে ডেঙ্গু। এ ব্যাপারে আমাদের এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’
মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে বলবো এ মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখন থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্য্লায় থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।
সকালে মন্ত্রিপরিষদ বিভাগসহ আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রী, জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেন।