নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই ঘোষণা দেন। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ছুটির সময় গণপরিবহন সীমিত আকারে চলাচল করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।